মুগ্ধতা ছড়িয়ে দিল ব্লাড মুন

moonআকাশপানে তাকিয়ে একুশ শতকের সবচেয়ে দীর্ঘস্থায়ী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ব্লাড মুন’ উপভোগ করেছে বিশ্বের কোটি কোটি মানুষ। মেঘের কারণে কিছু কিছু এলাকায় না দেখা গেলেও ১০৩ মিনিট স্থায়ী এ পূর্ণগ্রাস মুগ্ধতা ছড়িয়েছে ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, অস্ট্রেলিয়া, এশিয়া ও দক্ষিণ আমেরিকার অধিকাংশ অঞ্চলে। যুক্তরাজ্যসহ পশ্চিম ইউরোপের অনেক এলাকায় গ্রহণ শুরুর সময় থেকেই পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহটি গাঢ় লাল ছায়ায় ঢাকা পড়তে থাকে। কোথাও কোথাও এটি ধারণ করে রক্তাভ বাদামী বর্ণ। পূর্ব ইউরোপ, মধ্য ও পূর্ব আফ্রিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মেঘমুক্ত এলাকাগুলো থেকে শতকের এ দীর্ঘতম ‘বøাড মুন’ তুলনামূলকভাবে স্পষ্ট দেখা গেছে। এবারের চেয়ে দীর্ঘক্ষণ গ্রহণের জন্য অপেক্ষা করতে হবে ২১২৩ সাল পর্যন্ত।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button