বাংলাদেশের প্রথম পারমাণবিক প্লান্ট নির্মাণের ঠিকাদারী পেলো ভারতীয় প্রতিষ্ঠান

বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিমার্ণের জন্য ১১০ মিলিয়ন ডলারের ঠিকাদারী কাজটি পেয়েছে ভারতের হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি (এইচসিসি) ও ম্যাক্স গ্রুপ অব বাংলাদেশের একটি যৌথ উদ্যোগ।
প্রাথমিকভাবে রাশিয়ার রোজাটম এই প্রকল্প বাস্তবায়ন করছে। যৌথ উদ্যোগটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের (এনপিপি) ইউনিট-১-এর টারবাইন আইল্যান্ড নির্মাণ করবে। যৌথ উদ্যোগে এইইচসিসি’র শেয়ার ৪০% বা ৪০ মিলিয়ন ডলার। এইচসিসি’র সিইও অর্জুন ধাওয়ান এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক বেসামরিক পারমাণবিক বাজারে অংশ নেয়া কোন ভারতীয় কোম্পানির মধ্যে এইচসিসি প্রথম। আমরা নিখুঁত মান, নিরাপত্তা ও স্টেট অব আর্ট প্রযুক্তির মাধ্যমে সময়মতো কাজটি সম্পন্ন করার ব্যাপারে আস্থাবান। রূপপুর এনপিপি’র মাধ্যমে আমরা বাংলাদেশে আমাদের অবকাঠামো চিহ্ন আরো বিস্তৃত করতে আগ্রহী।
রূপপুর এনপিপি নির্মাণের জন্য চলতি বছরের মার্চে বাংলাদেশ, ভারত ও রাশিয়া একটি ত্রিপক্ষীয় সহযোগিতা চুক্তি করে।
ভরতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর ৬৫% কাজ করেছে এইচসিসি। দেশটির ২৪টি পারমাণবিক চুল্লির মধ্যে এইচসিসি নির্মাণ করেছে ১৫টি। এইচসিসি ২০১০ সালে ভারতের কুদানকুলামে দেশের সবচেয়ে বড় লাইট ওয়াটার রিএ্যাক্টর নির্মাণ করে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button