থ্রিলার লিখছেন বিল ক্লিনটন

Clintonযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পেরে খুবই খুশি ছিলেন বিল ক্লিনটন। এখন তিনি আর প্রেসিডেন্ট নেই। তবে নতুন গাঁটছড়া বাঁধছেন বেস্টসেলার উপন্যাসিক জেমস প্যাটারসনের সঙ্গে। দু’জনে এক সঙ্গ লিখবেন একটি রাজনৈতিক থ্রিলার উপন্যাস। এতে হোয়াইট হাউজে বিল ক্লিনটনের সময়টাকে ফুটিয়ে তোলা হবে। উপন্যাসের নামও ঠিক করা হয়েছে।
নাম দেয়া হচ্ছে ‘দ্য প্রেসিডেন্ট ইজ মিসিং’। বিল ক্লিনটন বলেন, আমি থ্রিলার খুব পছন্দ করি। প্রচুর থ্রিলার পড়ি আমি। সমপ্রতি শেষ করেছি জেসন ম্যাথিউসের লেখা ‘রেড স্প্যারো’। তবে জেমস প্যাটারসনেরও ভক্তি তিনি। তার লেখা ২৫টি বাইয়ের সবআটি তিনি পড়েছেন। বিল ক্লিনটন বলেছেন, আমি ১৯৮০র দশকের শুরু থেকেখুব বেশি মার্ডার বিষয়ক ফিকশন বা থ্রিলার পড়ি নি। সবেমাত্র সেগুলো হাতে নিয়েছি। তবে এখন নিজেই একটি উপন্যাস লিখার বাসনা জাগিয়ে তুলেছেন। ক্লিনটন বলেন, সব সময়ই আমি এমন বই লিখতে চেয়েছি। যদি ক্লিনটন এক্ষেত্রে সফল হন তাহলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে থ্রিলার লেখা প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button