চার ঘণ্টায় ১৫ হাজার বজ্রপাত ব্রিটেনে

thunderব্রিটেনের দক্ষিণাঞ্চলের কয়েকটি অংশজুড়ে বজ্রঝড়ের পাশাপাশি ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে, ঘন ঘন বজ্রপাতে রাতের আকাশ বার বার আলোকিত হয়ে উঠছে। শনিবার রাতে ওই অঞ্চলে চার ঘণ্টায় প্রায় ১৫ হাজার বজ্রপাত রেকর্ড করা হয়েছে। বজ্রপাতের ভয়াবহতার কারণে একে ‘মাদার অব অল থান্ডারস্ট্রোম’ নামকরণ করা হয়েছে বলে সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
উত্তর দিকে বয়ে চলা এই বজ্রঝড় রোববার সারাদিন ধরে দক্ষিণ ইংল্যান্ড, মিডল্যান্ডস্‌ এবং ওয়েলস পর্যন্তু বয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
এরই মধ্যে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যার পূর্বাভাস জানিয়ে যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর একটি ‘হলুদ’ সতর্কতা জারি করেছে।
এদিকে বন্যার পানিতের প্রায় তলিয়ে গেছে ওয়েস্ট মিডল্যান্ডসের বিভিন্ন এলাকা। গত এক মাস ধরে চলে আসা বন্যা পরিস্থিতির মধ্যে রবিবার রাতে মুষলধারে বৃষ্টিপাত হয় ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডসে। বন্যার পানিতে ভেসে যায় রাস্তায় থাকা শত শত গাড়ি। রোববার রাতে স্থানীয় ওয়ালসালে গাড়িতে আটকে পড়ে মারা যান ৮০ বছর বয়সী এক বয়োবৃদ্ধ।
মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত বৃষ্টিজনিত এই সতর্কতা ওয়েলস, দক্ষিণ ইংল্যান্ড ও ইংল্যান্ডের কেন্দ্রীয় অংশের জন্য বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
দপ্তরের সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্রুত ধেয়ে আসা বন্যায় অল্প সময়ের মধ্যেই বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ডুবে যেতে পারে। বন্যার পানির গভীরতা বেশি হতে পারে জানিয়ে কিছু ভবন বজ্রপাতে, শিলায় অথবা তীব্র বাতাসে ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। -বিবিসি

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button