সাদ্দাম-গাদ্দাফি থাকলে বিশ্ব আরও ভালো থাকত : ট্রাম্প

Trampইরাকে সাদ্দাম হোসেন, লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির মতো শাসকরা ক্ষমতায় থাকলে বিশ্ব বর্তমানের চেয়ে আরও ভালো থাকত।
মোদ্দাকথা, প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে মধ্যপ্রাচ্য পরিস্থিতির অবনতি হয়েছে। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যবিষয়ক এক প্রশ্নের জবাবে একথা বলেন।
সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্পের এই মন্তব্য রোববার সিএনএনের এক টকশোতে প্রচারিত হয়েছে। ইরাকে সাদ্দাম ও লিবিয়ায় গাদ্দাফি ক্ষমতায় থাকলে বিশ্ব কি এখনকার চেয়ে ভালো থাকত এমন প্রশ্নে ধনকুবের ট্রাম্প বলেন, একশ ভাগ।
ট্রাম্প বলেন, মানুষের মাথা কাটা হচ্ছে। তারা ডুবে মরছে। সাদ্দাম হোসেন ও গাদ্দাফির আমলের চেয়ে এখনকার অবস্থা অনেক বেশি শোচনীয়।
ট্রাম্প আরও বলেন, লিবিয়া বিপর্যস্ত, ইরাক বিপর্যস্ত। পুরো মধ্যপ্রাচ্য বিপর্যস্ত। ইরাক নেই, লিবিয়া নেই। সব ভেঙে গেছে। সেখানে কোনো নিয়ন্ত্রণ নেই। আছে সন্ত্রাস। সেখানে কী ঘটছে, কেউ তা জানে না।
লিবিয়ার চার দশকের নেতা গাদ্দাফির পতন হয় ২০১১ সালে। ধরা পড়ার পর তাকে হত্যা করা হয়। মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনে ২০০৩ সালে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতন হয়। ২০০৬ সালে তার ফাঁসি কার্যকর করা হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button