গাড়িচালককে শ্বাসরোধ করে হত্যা

সংযুক্ত আরব আমিরাতে কাঠগড়ায় ছয় বাংলাদেশি নারী

Courtসংযুক্ত আরব আমিরাতে গাড়িচালককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে কাঠগড়ায় তোলা হয়েছে ছয় বাংলাদেশি নারীকে। একই ঘটনায় অভিযুক্ত করা হয়েছে আরো এক ফিলিপাইন নারীকে। বুধবার দেশটির আদালতে এ নিয়ে শুনানি হয়েছে।
দেশটির আধা সরকারি দৈনিক আলিট্টিহাদ বৃহস্পতিবার জানায়, অজ্ঞাত ওই চালক অভিযুক্ত সাত নারীকে চাকরি দেওয়ার নাম করে অন্য এলাকা থেকে আরব আমিরাতের আল আইন এলাকার ওয়েশিসে নিয়ে আসে। কিন্তু আল আইনে আনার পর তিনি চাকরির পরিবর্তে নিজ বাসায় তাদের পতিতাবৃত্তি করতে চাপ দেন। বাড়িতে আটকের পরপরই তিনি ভুক্তভোগী নারীদের পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র কেড়ে নেন।
এদিকে, বিবাদীর আইনজীবী আদালতকে মামলাটি মানবপাচার অপরাধ হিসেবে নেওয়ার জন্য অনুরোধ করেন। ওই চালক কোনো লাইসেন্স কিংবা শ্রম অফিসের কোনো কাগজপত্র ছাড়াই কিভাবে সাত নারীকে কিনলেন তা আরো তদন্তের জন্যও অনুরোধ করেন।
আদালতের বরাত দিয়ে আলিট্টিহাদ জানায়, পতিতাবৃত্তিতে চাপ দেওয়ার পর এসব নারী ওই চালকের হাত থেকে বাঁচতে চেয়েছিলেন। তিনি যখন শুয়ে ছিলেন তখন তারা একত্রে তাকে চেপে ধরে এবং কাপড় দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button