ফিলিস্তিন বিরোধী আইন পাস করলো ইসরাইল

Israelজেরুসালেমে ফিলিস্তিনিদের বসবাসের অধিকার কেড়ে নিতে বিতর্কিত আইন ইসরাইলের পার্লামেন্ট নেসেটে পাস হয়েছে। এ আইন পাসের খবরে প্রতিবাদ হয়েছে ফিলিস্তিনে।
নতুন এ আইন অনুযায়ী, কোনো ফিলিস্তিনি ইসরাইলকে রাষ্ট্র হিসেবে অস্বীকার করলেই তাকে জেরুসালেমে বসবাস নিষিদ্ধ করতে পারবে কর্তৃপক্ষ। একই সঙ্গে মিথ্যা তথ্য প্রদান ও অপরাধ কর্মে জড়িত থাকার বিবেচনাতেও ফিলিস্তিনিদের বসবাসের অধিকার কেড়ে নেয়া যাবে। আইনটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবাধ ক্ষমতা প্রয়োগের সুযোগ দেয়া হয়েছে।
এমনকি তথ্যের সত্য-মিথ্যা বা অপরাধ-নিরপরাধ চিহ্নিত করার ক্ষেত্রে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। ইসরাইলি স্বরাষ্ট্রমন্ত্রী আরিয়ে দেরি টুইটারে এক বিবৃতিতে বলেন, এ আইনের আওতায় ইসরাইলিদের নিরাপত্তার সুরক্ষা দিতে পারবেন তিনি।
এদিকে আইনটিকে চরম বর্ণবাদী উল্লেখ করেছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)। এক বিবৃতিতে পিএলও জানিয়েছে, জেরুসালেম থেকে ফিলিস্তিনিদের বসবাসের অধিকার অনৈতিকভাবে কেড়ে নেয়া এবং নিজেদের শহরে বসবাসরত ফিলিস্তিনিদের অধিকার বঞ্চিত করার মধ্য দিয়ে ইসরাইল সরকার আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button