বাজেট অধিবেশন সমাপ্ত

বর্তমান সরকারের শেষ বাজেট ও নবম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন মঙ্গলবার সমাপ্ত হয়েছে। এই অধিবেশশেন প্রথম দিন থেকেই বিএনপির নেতৃত্বাধীন বিরোধী দল সংসদের যোগ দিলেও গতকাল অধিবেশন শেষের দিন বিরোধী দল অনুপস্থিত ছিল। মুলত: হরতালের কারণে সোমবার ও মঙ্গলবার বিরোধী দল সংসদে যোগদান থেকে বিরত থাকে। ফলে গতকাল বিরোধী দলের কেউ সমাপনী বক্তব্যে অংশ নেয়নি। প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়েই অধিবেশন শেষ হয়। গত ৩ জুন শুরু হওয়া অধিবেশনটি চলে ২৪ কার্যদিবস। এর মধ্যে বাশের পেশের দিনসহ মোট তিনদিন বিরোধী দল সংসদের বৈঠকে যোগদান থেকে বিরত থাকে। ৫ অধিবেশন আর টানা ৮৩ কার্যদিবস অনুপস্থিতির পর প্রধান বিরোধী দল বিএনপি ও শরিকরা এ অধিবেশনেই যোগ দিয়েছিল। বিরোধী দল যোগ দেওয়ার পর সংসদ প্রাণবন্ত হলেও অসংসদীয় ভাষা ব্যবহারের ছিল এই অধিবেশনের আলোচিত ঘটনা।। দুই দলের কয়েকজন এমপি একে অপরের ব্যক্তিগত বিষয় নিয়ে অশ্লীল ও অশ্রাব্য ভাষা ব্যবহার করেছেন বরে পরস্পরের প্রতি অভিযোগ করা হয়। তবে অসংসদীয় ভাষা ব্যবহার বন্ধে সংসদের কার্যপ্রণালী বিধি সংশোধনের একটি নোটিশ দেওয়া হলেও তা প্রধানমন্ত্রীর আপত্তিতে স্থগিত করা হয়। অধিবেশনে বাজেটের উপর মোট ৬১ ঘন্টা ১৩ মিনিট আলোচনা হয়। এর মধ্যে ম–ল বাজেটের উপর ৫৬ ঘন্টা ২২ মিনিট এবং সম্পুরক বাজেটের উপর ৪ ঘন্টা ৫১ মিনিট আলোচনা হয়। মুল বাজেটের উপর আওয়ামী লীগের ১৫০ জন, বিএনপির ৩০ জন, জাতীয় পার্টির ১৮ জন, জাসদের ৩ জন, ওয়ার্কার্স পর্টির ২ জন, এলডিপির ১ জন, বিজেপি ১জন এবং জামায়াতের ১ জন সংসদ-সদস্য আলোচনায় অংশ নেন। এছাড়া সম্পুরক বাজেটের উপর ১৫ জন সদস্য অংশ নেন। বাজেট পাশ ছাড়া এ অধিবেশনে ২৪টি সরকারি বিলের মধ্যে ১০টি বিল পাস হয়। এ অধিবেশনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৩-১৪ অর্থ বছরের জন্য ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার বাজেট পেশ করেছেন। এটি ২০১২-১৩ অর্থ বছরের সংশোধিত বাজেট অপো ৩৩ হাজার ১৬৫ কোটি টাকা বেশি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী স্পিকার নির্বাচিত হওয়ার পর এই অধিবেশনে তার স্পিকার হিসেবে বৈঠক পরিচালনার অভিযেক হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button