সেরা ছবির অস্কার পেয়েছে ‘দ্য শেপ অব ওয়াটার’

shapeএবার সেরা ছবির অস্কার পেয়েছে ‘দ্য শেপ অব ওয়াটার’। এবার অস্কারে ১৩টি বিভাগে মনোনয়ন পায় ‘দ্য শেপ অব ওয়াটার’। কিন্তু পুরস্কার জিতেছে সেরা ছবি, সেরা পরিচালক, অরিজিন্যাল স্কোর ও প্রোডাকশন ডিজাইন বিভাগে।
অস্কারে মনোনয়ন পাওয়ার পর ‘দ্য শেপ অব ওয়াটার’ ছবির বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত সব উৎকণ্ঠা দূর করে ছবিটি অস্কারে সর্বোচ্চ চারটি বিভাগে পুরস্কার জিতেছে। চারদিকে যৌন নিপীড়নের ব্যাপারে যেভাবে চলচ্চিত্রের নারীরা সোচ্চার হয়েছে, তাতে অনেকে ধরেই নিয়েছিলেন, এবার অস্কারে সেরা ছবির পুরস্কার পাবে ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’ ছবিটি। কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না।
এবছর এই বিভাগে আরো মনোনয়ন পেয়েছিল কল মি বাই ইওর নেম, ডার্কেস্ট আওয়ার, ডানকার্ক, গেট আউট, লেডি বার্ড, ফ্যান্টম থ্রেড, দ্য পোস্ট, দ্য শেপ অব ওয়াটার, দ্য থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে বসেছে ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডের আসর। গতবারের মতো এবারের আসরও উপস্থাপনা করছেন জিমি কিমেল। বিশ্বের ২২৫টিরও বেশি দেশে এই আয়োজন এবিসি নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।
বিজয়ীদের পুরো তালিকা:
সেরা পরিচালক: গিয়েরমো দেল তোরো, ‘দ্য শেপ অব ওয়াটার’
সেরা অভিনেত্রী: ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড, ‘থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং, মিসৌরি’
সেরা অভিনেতা: গ্যারি ওল্ডম্যান,  ‘ডার্কেস্ট আওয়ার’
সেরা সহঅভিনেত্রী: অ্যালিসন জেনি, ‘আই, তনিয়া’
সেরা সহঅভিনেতা; স্যাম রকওয়েল, ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’
অরিজিনাল সং: রিমেম্বার মি (কোকো)
সেরা অ্যানিমেশন: কোকো
অরিজিন্যাল স্কোর: ‘দ্য শেপ অব ওয়াটার’ (আলেজান্দ্রে দেসপ্লেত)
সিনোমাটোগ্রাফি: ব্লেড রানার ২০৪৯, রজার এ. ডিকিন্স
মৌলিক চিত্রনাট্য: গেট আউট (জর্ডান পিলি)
অ্যাডাপ্টেড চিত্রনাট্য: কল মি বাই ইউর নেম (জেমস আইভরি)
বেস্ট লাইভ অ্যাকশন শর্টফিল্ম: দ্য সাইলেন্ড চাইল্ড
বেস্ট ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট : হেভেন ইজ এ ট্রাফিক জ্যাম অন দ্য ৪০৫
সম্পাদনা: ডানকির্ক, লি স্মিথ
ভিজ্যুয়াল ইফেক্ট: ব্লেড রানার ২০৪৯, জন নেলসন, জার্ড নেফজার, পল ল্যাম্বার্ট ও রিচার্ড আর. হুভার
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন: ডিয়ার বাস্কেটবল
সেরা বিদেশী ভাষার ছবি: এ ফ্যান্টাস্টিক ওমেন
প্রোডাকশন ডিজাইন: দ্য শেপ অব ওয়াটার
শব্দ মিশ্রণ: ডানকির্ক
শব্দ সম্পাদনা: ডানকির্ক
সেরা ফিচার প্রামাণ্যচিত্র: ইকারুস
কস্টিউম ডিজাইন: ফান্টম থ্রেড
মেকআপ ও হেয়ারস্টাইল: ডার্কেস্ট আওয়ার

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button