হালাল গোশত রফতানিতে তৃতীয় ভারত

halalভারতে গরুর গোশত খাওয়ার দায়ে সংখ্যালঘু মুসলমানদের ওপর সম্প্রতি বেশ কিছু সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে।
তবে সেই ভারত থেকেই বিশ্বের মুসলিম দেশগুলোতে প্রতি বছর বিপুল পরিমাণ ‘হালাল’ গোশত রফতানি হচ্ছে।
যার আর্থিক মূল্যমান ২ দশমিক ২৮ বিলিয়ন (২২৮ কোটি) ডলার। আর গোশত রফতানিকারক দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান তৃতীয়।
দুবাইভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইসলামিক ইকোনমিক ডেভেলপমেন্ট সেন্টারের হিসাবে উঠে এসেছে এ তথ্য।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশ্বের ১৮০ কোটি মুসলমানের কাছে ৪১৫ বিলিয়ন ডলারের হালাল গোশত বিক্রি হয়।
কিন্তু হালাল গোশতের সরবরাহকারী বৃহৎ ১০ দেশের মধ্যে ৮টিই অমুসলিম দেশ। এ তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল, দ্বিতীয় দেশ অস্ট্রেলিয়া, তৃতীয় স্থানে ভারত। এর পর একে একে এসেছে ফ্রান্স, চীন, সুদান, নেদাল্যান্ডস, স্পেন, সোমালিয়া, তুরস্কের নাম।
অন্যদিকে আমদানিকারক শীর্ষ পাঁচ দেশের প্রথমে রয়েছে- সৌদি আরব। এর পর পর্যায়ক্রমে রয়েছে- মালয়েশিয়া, কাতার, ইন্দোনেশিয়া ও মিসর।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button