বিশ্বকাপের টিকিট পাওয়া ৩২ দল

world-cupফুটবল বিশ্বকাপ কড়া নাড়ছে দরজায়। ২০১৮ সালে অনুষ্ঠেয় এই মহাযজ্ঞের সর্বশেষ দল হিসেবে রাশিয়ার টিকিট নিশ্চিত করেছে পেরু।
তবে শুরুর আগেই ‘অঘটনের বিশ্বকাপ তকমা’ গায়ে মাখানো রাশিয়া আসরে এবার দেখা যাবে না চারবারের বিশ্বকাপজয়ী ইতালি ও দুর্দান্ত ফুটবল প্রদর্শনীর দল নেদারল্যান্ডসকে।
বুধবার প্লে-অফে নিউজিল্যান্ডকে হারিয়ে ৩৬ বছর পর ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নাম লেখায় পেরু। আর এর মধ্য দিয়ে রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বের ৩২ দলও নিশ্চিত হয়ে যায়। এই চার গ্রুপে বিভক্ত এই ৩২ দল থেকে একটি করে দল নিয়েই বিশ্বকাপের মূল পর্বের গ্রুপ গড়া হবে।
আগামী ১ ডিসেম্বর মস্কোতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র। সেখানেই জানা যাবে গ্রুপ পর্বে কে কার প্রতিদ্বন্দ্বী।
একনজরে দেখে নেয়া যাক রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা ৩২ দলকে।
ড্রয়ের আগে প্রথম বিভাগের দলে আছে স্বাগতিক রাশিয়া, জার্মানি, ব্রাজিল, পর্তুগাল, আর্জেন্টিনা, বেলজিয়াম, পোল্যান্ড ও ফ্রান্স।
দ্বিতীয় বিভাগে আছে স্পেন, পেরু, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, কলম্বিয়া, মেক্সিকো, উরুগুয়ে ও ক্রোয়েশিয়া।
তৃতীয় বিভাগে আছে ডেনমার্ক, আইসল্যান্ড, কোস্টারিকা, সুইডেন, তিউনিসিয়া, মিসর, সেনেগাল ও ইরান।
চতুর্থ বিভাগে আছে সার্বিয়া, নাইজেরিয়া, অস্ট্রেলিয়া, জাপান, মরক্কো, পানামা, দক্ষিণ কোরিয়া ও সৌদি আরব।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button