বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ২০%পর্যন্ত বাড়তে পারে

Oilবিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম চলতি বছরের শেষ নাগাদ প্রায় ২০ শতাংশ বাড়তে পারে। সরবরাহের তুলনায় বাড়তি চাহিদা ও মজুদ কমে আসায় এমন অবস্থা সৃষ্টি হতে পারে। সুইজারল্যান্ডভিত্তিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ইউবিএসের পণ্যবাজার বিশ্লেষক জ্বালানি তেলের দর সম্পর্কে এমন পূর্বাভাস দিয়েছেন।
ইউবিএসের পণ্যবাজার বিশ্লেষক জিওভান্নি স্তনভ জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর নাগাদ যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) বিক্রি হবে ব্যারেলপ্রতি ৫৮ ডলার বা স্থানীয় মুদ্রা ৪ হাজার ৬৪০ টাকা (প্রতি ডলার ৮০ টাকা ধরে। বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হচ্ছে ৪৭ ডলার বা স্থানীয় মুদ্রায় ৩ হাজার ৭৬০ টাকা। অর্থাৎ বছরের শেষ নাগাদ ডব্লিউটিআইয়ের দাম বর্তমান সময়ের তুলনায় ২৩ শতাংশ বা ব্যারেলপ্রতি ১১ ডলার বাড়বে।
একইভাবে চলতি বছরের শেষ নাগাদ আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট ব্যারেলপ্রতি ৬০ ডলার বা ৪ হাজার ৮০০ টাকা বিক্রি হতে পারে বলে জানিয়েছেন জিওভান্নি স্তনভ। বর্তমানে লন্ডনের বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট বিক্রি হচ্ছে ৪৯ ডলার ৭০ সেন্ট বা ৩ হাজার ৯৭৬ টাকা। এ হিসাবে বছরের শেষ নাগাদ বর্তমান সময়ের তুলনায় ব্রেন্টের দাম বাড়বে ২০ শতাংশ বা ব্যারেলপ্রতি ১০ ডলার ৩০ সেন্ট।
বিষয়টির ব্যাখ্যা দিতে গিয়ে জিওভান্নি স্তনভ বলেন, মজুদ ও সরবরাহের মধ্যে একটা নেতিবাচক সম্পর্ক আমরা ঐতিহাসিকভাবেই দেখে আসছি। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে এ সমস্যা আরও প্রকট হয়ে উঠতে পারে। উল্লিখিত সময়ে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ কমতে পারে। পাশাপাশি ওই সময় সরবরাহের তুলনায় চাহিদা হতে পারে বেশি, যা পণ্যটির দাম বাড়িয়ে দেবে। -মার্কেটওয়াচ

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button