গৃহ নির্মাণে ৭৬৫ কোটি টাকা দিচ্ছে আইডিবি

idbনিম্ন ও ছিন্নমূল মানুষের গৃহ নির্মাণে বড় অংকের সহায়তা দিচ্ছে ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি)। এ জন্য ৭৬৫ কোটি টাকা অর্থ সহায়তা দিচ্ছে সংস্থাটি। এ অর্থ ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাইরে বসবাসকারী নিম্ন আয়ের গ্রামীণ জনগোষ্ঠীর জন্য গৃহ নির্মাণে ব্যয় হবে। রোববার জেদ্দায় ব্যাংকটির নির্বাহী পরিচালক বোর্ডের ৩২০তম সভায় এই অনুমোদন দেয়া হয়।
বাংলাদেশসহ বিশ্বের ৫৭টি সদস্য রাষ্ট্রের ব্যাপক উন্নয়নের লক্ষ্যে সভায় মোট ১০৯ কোটি ৬৪ লাখ ডলার অর্থায়নের অনুমোদন দেয়া হয়। আইডিবি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, বাংলাদেশে স্বল্প ব্যয়ে গৃহ নির্মাণের লক্ষ্যে রুরাল অ্যান্ড পেরি-আরবান ফাইন্যান্স প্রকল্পে অর্থায়নের জন্য ৯ কোটি ৫২ লাখ ৪০ হাজার ডলার অনুমোদন করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭৬৫ কোটি টাকা। এ প্রকল্পের আওতায় বিদ্যুৎ উৎপাদন, পানি সরবরাহ এবং স্যানিটেশন, শিল্প, আবাসন, যোগাযোগ, কৃষি ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে উন্নয়ন করা হবে। এছাড়া আইডিবির সহযোগিতায় সদস্য রাষ্ট্র নয়, এমন দেশগুলোতে মুসলমান সম্প্রদায়ের শিক্ষা ও স্বাস্থ্য সহায়তা প্রকল্প রয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button