সিরিয়ায় সম্ভাব্য হামলা : মধ্যপ্রাচ্যজুড়ে আতঙ্ক

Syriaসিরিয়ায় সম্ভাব্য হামলার আশঙ্কায় প্রচণ্ড উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে জনমনে। মধ্যপ্রাচ্যজুড়ে সে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সিরিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে, এমন অভিযোগ এনে যুক্তরাষ্ট্র, বৃটেন ও তাদের সহযোগী রাষ্ট্রগুলো দেশটিতে সামরিক হামলা চালানোর সিদ্ধান্তের কথা বিবেচনা করছে। যে কোন মুহূর্তে সামরিক হামলার আশঙ্কায় ২৪ ঘণ্টায় সিরিয়া ছেড়ে ৬,০০০ বাসিন্দা পালিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র লেবাননে আশ্রয় নিয়েছেন। এদিকে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইসরাইলেও। দেশটির জনগণ গ্যাস মাস্ক সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন। ইসরাইলেও পাল্টা-হামলা চালাতে পারে, এমন আশঙ্কায় ইসরাইলিরাও কিছুটা আতঙ্কে রয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এদিকে সিরিয়া ইস্যুতে জাতিসংঘ মহাসচিব বান কি মুন কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে ও জাতিসংঘের তদন্ত কর্মকর্তাদের কাজ সম্পন্ন করতে আরও কিছুটা সময় দেয়ার জোরালো আহ্বান জানিয়েছেন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সিরিয়ায় হামলার স্বপক্ষে কোন শক্ত ভিত খুঁজে পায়নি। সিরিয়া রাসায়নিক হামলা চালিয়েছে বললেও, তার সমর্থনে কোন অকাট্য তথ্য-প্রমাণ এখনও উপস্থাপন করতে পারেনি যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button