সুদানি প্রেসিডেন্টের বাসভবনে সেই ‘ঘড়ি বালক’

Sudanমার্কিন ‘ঘড়ি বালক’ নামে বিশ্বব্যাপী পরিচিত এখন ১৪ বছরের কিশোর আহমেদ মোহাম্মদ। ইতিমধ্যে বহু বিখ্যাত মানুষ তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সর্বশেষ দেখা করলেন সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির। আহমেদ নিজেও কিন্তু সুদানি বংশোদ্ভূত আমেরিকান।
গত বুধবার আহমেদ সপরিবারে সুদান যান। সেখানে রাজধানী খার্তুমে প্রেসিডেন্টের বাসভবনে তাদের স্বাগত জানানো হয়।
টেক্সাসে বসবাসকারী আহমেদ আলোচনায় আসেন মূলত একটি সাধারণ ডিজিটাল ঘড়ি বানিয়ে। নিজের উদ্ভাবিত যন্ত্রটি নিয়ে স্কুলে গেলে এক শিক্ষিকা বোমা বলে আতঙ্ক ছড়ালে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। এই ঘটনা যুক্তরাষ্ট্রজুড়ে তোলপাড় সৃষ্টি করে। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা টুইটারে আহমেদকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। আহমেদ সেই স্কুলই ছেড়ে দিয়েছেন।
আহমেদের বাবা মোহাম্মদ হাসান আল সুফি একজন সুদানি অভিবাসী। তিনি এক সময় সুদানের বর্তমানে বর্তমান প্রেসিডেন্ট বশিরের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
ঘড়ি নিয়ে বিতর্কের সময় নাসার বিজ্ঞানী, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও ফার্স্টলেডি হিলারি ক্লিনটনসহ অনেক প্রভাবশালী ব্যক্তি আহমেদের উদ্ভাবনের প্রশংসা করেছিলেন। তার সঙ্গে অনেকে দেখাও করেছেন। এদের মধ্যে অন্যতম হলেন গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন, তুর্কি প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলু, ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির প্রধান নির্বাহী গ্যারি নেল, জর্দানের রানী রানিয়া এবং জনপ্রিয় ওয়েবসাইট ম্যাশেবলের প্রধান নির্বাহী পিট ক্যাশমোর।
অকারণে আহমেদকে হেনস্থার খবরে একটা বিষয়ই সামনে এসেছিল যে, যুক্তরাষ্ট্রে ইসলামভীতি ন্যক্কারজনক পর্যায়ে চলে গেছে!

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button