হার্ভার্ডে বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে সেমিনার অনুষ্ঠিত

Harverdসম্প্রতি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির সাউথ এশিয়া ইনস্টিটিউট এবং ইন্টারন্যাশনাল সাসটেইনবল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এর যৌথ আয়োজেনে হার্ভার্ড ইউনিভার্সিটিতে ‘ট্র্যান্সফরম্যাশন চ্যালেঞ্জ অ্যান্ড অপর্চুনিটি ফর বাংলাদেশ গার্মেন্ট ইন্ডাস্ট্রি’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে ‘লেবার রিলেশনস ফর সাসটেইনেবল গ্রোথ অব বাংলাদেশ গার্মেন্ট ইন্ডাস্ট্রি’ এবং ‘চ্যারটিং দ্য পাথ টু ২০১৮- দ্য ফিউচার অব দ্য আরএমজি সেক্টর ইন বাংলাদেশ’ শীর্ষক দুইটি সেশনে অংশ নেয় বাংলাদেশের প্রতিনিধি দল।
এতে অংশ নেন বিজিএমইএর সহসভাপতি মো. শাহিদউল্লাহ আজিম, সহ সভাপতি (অর্থ) রিয়াজ বিন মাহমুদ, শ্রম ও কর্মসংস্থান সচিব মিখাইল শিপার, সম্মিলিত গার্মেন্টস ফেডারেশনের সভাপতি মিস নাজমা আক্তার, অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক রব ওয়েস, আইএলও বাংলাদশের প্রোগ্রাম ম্যানেজার (আএসজি) টুউমো পৌউশিয়াইনেনসহ অনেকে। -বিজ্ঞপ্তি

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button