ইসরাইলীদের পৈশাচিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৫

Gazaফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর বিমান হামলায় রোববার ১২জন নিহত হয়েছেন। গতকাল শনিবারও অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় ইসরাইলী হামলায় নিহতের সংখ্যা ৩৫৫ ছাড়িয়ে গিয়েছে।
গাজায় ইসরাইলী হামলা রোববার ১৩ দিনে উপনীত হয়েছে। বৃহস্পতিবার থেকে স্থল অভিযানসহ ত্রিমুখী হামলা শুরুর পর তা আরো জোরদার করেছে ইসরাইল। ইসরাইলের স্থল, নৌ ও বিমান হামলার মুখেও অনড় অবস্থানে রয়েছে গাজা নিয়ন্ত্রণকারী ইসলামী সংগঠন হামাস। অন্যদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুদ্ধ বিরতির জন্য আলোচনা করতে মিসর ও তুরস্ক সফর করেছেন।
শনিবার সকালে খান ইউনিসের একটি মসজিদে ইসরাইলী হামলায় এক নারীসহ সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৩৫৫ জনে।  অন্যদিকে হামাসের হামলায় এখন পর্যন্ত এক সেনাসহ দুই ইসরাইলী নিহত হয়েছে। এদিকে জাতিসংঘ বলছে যে, যুদ্ধ বন্ধ করতে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের গতকাল শনিবার ওই অঞ্চল সফরে যাওয়ার কথা। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিহত ফিলিস্তিনিদের নাম পড়ে শুনিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনী রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। এক পর্যায়ে তার চোখের কোণ গড়িয়ে পানি ঝড়তে দেখা যায়।
এদিকে ফিলিস্তিন দাবি করেছে, ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে গত তিন দিনে এ পর্যন্ত অন্তত ৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ১৫ জনের বয়স ১৮ বছরের কম। প্রাণ বাঁচাতে গাজার বাসিন্দারা বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন।
বৃহস্পতিবার প্রায় ১৮ লাখ অধিবাসীবহুল গাজায় স্থল অভিযান শুরু করে ইসরায়েল। এর আগে প্রায় দুই সপ্তাহ বিমান হামলা চালায় দেশটি। স্থল অভিযানকালে ১৩৫টির বেশি রকেট উৎক্ষেপণ করে হামাস সদস্যরা, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা তা স্পষ্ট করেনি বার্তা সংস্থা। ইসরাইলী সেনাবাহিনী জানিয়েছে, তাদের হামলায় এ পর্যন্ত ১৭ ফিলিস্তিনি বন্দুকধারীর মৃত্যু হয়েছে। এছাড়া ২১ জনকে তারা আটক করেছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button