বিশ্বের সেরা ৯ আকর্ষণীয় রাজনীতিক

Politisianরাজনীতিবিদরা সবসময় আকর্ষণীয় হয় না। কিন্তু এ ধারণা পাল্টে দিয়েছেন বিশ্বজুড়ে কিছু রাজনীতিক। তবে কে কার চেয়ে সুন্দর এ তর্কে শোরগোল বা হাতাহাতি করার কিছু নেই। বড় কোনো প্রতিযোগিতার আসর বসানোও যায় না। তবে চোখের দেখায় আকর্ষণীয় মনে হয় এমন ৯ জন রাজনীতিকের নাম রিয়েল ক্লিয়ার পত্রিকায় উঠে এসেছে। এরা হলেন:
১. মারা কারফাগনা (ইতালি)
ইতালির সাবেক সমধিকার বিষয়ক মন্ত্রী। তিনি আগের জীবনে একজন মডেল ছিলেন।

২.এনরিক নিটো (মেক্সকো)
আকর্ষণীয় এই মেক্সিকোর প্রেসিডেন্টের স্ত্রী হলেন সোপ অপেরা স্টার এঞ্জেলিকা রিভেরা।

৩. হিনা রাব্বানি খার (পাকিস্তান)
পাকিস্তানের ২৬ তম এই পররাস্ট্র মন্ত্রী ম্যসাচুসেটস ইউনিভার্সিটি থেকে এমএসসি পাশ করেছেন।

৪.হিনস লিন্ডে (সুইডেন)
২০০৬ সালে তিনি ২৭ বছর বয়সে রিক্সড্যাগের সাংসদ হিসেবে নির্বাচিত হন।

৫.ওরলি লিভি (ইসরাইল)
লিভি নেসেটে আসন জয় করার আগে বলেছিলেন, “আমার রাজনীতির অভিজ্ঞতা নেই।” তিনি ইসরাইল বি্টিনু পার্টির সদস্যা।

৬.মিট রমনি (যুক্তরাষ্ট্র)
২০১২ সালের নির্বাচনে এই রিপাবলিকানের প্রেসিডেন্ট প্রার্থী ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়ার জরিপে সবচেয়ে আকর্ষণীয় নেতা।

৭.এলেনা কাবেভা (রাশিয়া)
কাবেভা সিভিক চেম্বারের সদস্যা। ব্লাদিমির পুতিনের সাথে তার রোমাঞ্চকর সম্পর্ক আছে বলে জানা যায়। তিনি অলিম্পিকের একজন জিমন্যস্ট হিসেবে ১৪ টি মেডেল জয় করেছেন।

৮.ইমরান খান (পাকিস্তান)
বিশ্বনন্দিত এই ক্রিকেটার ১৯৯৬ সালে তেহরিক-ই-ইনসাফ দল প্রতিষ্ঠা করেন।

৯.সারাহ পলিন (যুক্তরাষ্ট্র)
সাবেক রিপাবলিকানের ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button