শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

shahjalalপূথিগত বিদ্যার পাশাপাশি ধর্মীয় শিক্ষা থেকে শুরু করে মাঠে-ময়দানের বহুমুখী দক্ষতার অর্জনের  প্রচেষ্ঠায় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে জামেয়ার  আলাদা পরিচয় ফুটে উঠেছে। এই দক্ষতা অর্জন জামেয়ার শিক্ষার্থীদের প্রতিযোগিতায় টিকে থাকতে সহায়তা করবে। সিলেট সিটি মেয়র  আরিফুল হক চৌধুরী  বুহস্পতিবার শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জামেয়ার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল গোলাম রব্বানীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মুহাম্মাদ মুহিব আলী ও প্রভাষক আব্দুল্লাহ আল মামুনের যৌথ উপস্থাপনায় অনষ্ঠিানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল,বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ছায়ফুল আমীন বাকের, দি সিলেট ইসলামিক সোসাইটির সদস্য সচিব আব্দুস শাকুর, দি সিলেট ইসলামিক সোসাইটির এসিস্ট্যান্ট সেক্রেটারী জাহিদুর রহমান চৌধুরী,কালচার‌্যাল কমিটির আহবায়ক রফিকুল ইসলাম মজুমদার।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেণির ছাত্র রেদোয়ানুর রহমান, ইসলমিক সংগীত পবিবেশন করেন দশম শেণির ছাত্র রায়হানুল কবীর রাফি। উপস্থিত ছিলেন সাবেক স্কুল ইনচার্জ আবুল কালাম আজাদ।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার উন্নয়নে একটি কমিটি গঠন করে শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান যাচাই কওে এসব প্রতিষ্ঠানে সহায়তা করার তার গভীর আগ্রহের কথা জানান। মেয়র শিক্ষার্থীদের মনের চাওয়া পাওয়ার কথা বিশেষ করে শিক্ষার মান উন্নয়নে কি প্রয়োজ তা জানিয়ে চিঠি লিখার আহবান জানিয়ে বলেন শিক্ষার্থীদের চাহিদা পূরণে তার সাধ্যমত প্রচেষ্ঠা অব্যাহত রাখবেন। মেয়র ইন্টার স্কুল ডিবেট  প্রতিযোগিতার আয়োজন, ভারত ,ব্রিটেনসহ চার দেশের সিটির শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে চুক্তিসহ বিভিন্ন বিষয়ে তার আগ্রহ ও পরিকল্পনার কথা উল্লেখ করেন।
মেয়র পুরস্কার বিতরনকালে নিয়ম শৃঙ্খলা উপস্থিতির ভাল পারফরমেন্স এর জন্য প্রিন্সিপাল এ্যাওয়ার্ড  প্রাপ্তদের প্রত্যেককে ১০০০ টাকা প্রদানের ঘোষনা দেন। এর আগে মেয়র জামেয়ায় পৌঁছলে স্কাউট দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
বালিকা শাখার পুরস্কার বিতরণি  অনুষ্ঠান পৃথকভাবে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে সাবে এমপি ডা: আমিনা শফিক। নার্সারি ও মাধ্যমিক শাখার পৃথক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকিয়া নূরী চৌধুরী ও মোর্শেদা আক্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংস্কৃতিক কমিটি আহবায়িকা জাকিয়া ফেরদৌসী। উপস্থাপনায় ছিলেন জাহিদা বেগম, উমামা বেগম,আইরিন পারভীন, পান্না বেগম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button