রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে “প্রতিবাদী কবিতা” পাঠ অনুষ্ঠিত

kobiরোহিঙ্গাদের উপর নির্মম অত্যাচারের প্রতিবাদে রোববার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে স্বরচিত প্রতিবাদী কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। এতে দেশের নবীন প্রবীণ কবিগন অংশগ্রহণ করবেন। কবিতার কাগজ ‘কবি এবং কবিতা’র সম্পাদক কবি শাহীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রতিবাদী কথা ও কবিতায় অংশগ্রহণ করেন প্রবীণ কবি এরশাদ মজুমদার, বরেণ্য ছড়াকার আবু সালেহ, কবি জাহাঙ্গীর ফিরোজ, পশ্চিম বঙ্গের কবি সাদের আলী, কবি হাসান হাফিজ, কবি জাফরুল আহসান, কবি ও ছড়াকার আসলাম সানী, কবি রেজাউদ্দিন স্টালিন, কবি দিলদার হোসেন,কবি কাজিম রেজা, কবি জাকির আবু জাফর, কবি রফিক হাসান, কবি মাহমুদুল হাসান নিজামী, কবি সানজিদ নিশান চৌধুরী, মনসুর আজিজ,ফরিদ ভূঁইয়া, ড. শাহাদাত হোসেন নিপু, কবি ইদ্রিস সরকার, কবি  সুধীর কৈবর্ত্তা, নুরুল আবছার,  জামিল জাহাঙ্গীর, জাভেদ ইমন, তাহমিনা বেগম, রোদন রহমান পলি, এম আর মঞ্জু,  রোকন জহুর, সুজন হাজং, শিশির বিন্দু প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি কামরুজ্জামান। কবিবৃন্দ রোহিঙ্গা নির্যাতন বন্ধে বিশ্বের সকল মানবতাকামী মানুষকে সোচ্চার হওয়ার আহবান জানান। তারা বলেন, বাংলাদেশের কবিরা সকল মানবতাবিরোধী অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে চিরকাল সোচ্চার ছিলো আগামীতেও থাকবে। -প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button