আইসিডি কনফারেন্সে যোগ দিতে যুক্তরাষ্ট্রে এম এ মালিক ও মাওলানা শুয়াইব

বার্লিন ভিত্তিক বেসরকারি সংস্থা ইন্সটিটিউট ফর কালচারাল ডিপ্লোমেসি (আইসিডি)’র আমন্ত্রণে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার সভাপতি ও সিটিজেন মুভমেন্ট ইউকের আহ্বায়ক এম এ মালিক এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও  ইউকে শাখার ভারপ্রাপ্ত সভাপতি এবং মারকাজুল উলূম লন্ডনের প্রিন্সিপ্যাল মাওলানা শোয়াইব আহমদ।
আগামী ১০-১৪ জানুয়ারী আইসিডি’র আয়োজনে আন্তর্জাতিক এ কনফারেন্সে নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। বর্তমান বিশ্বে আন্তর্জাতিক সম্পদায়ের পারস্পরিক সম্পর্ক, মানবাধিকার, শরনার্থী সমস্যা ও বহুমাত্রিক উন্নয়নের উপর জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের নতুন নেতৃত্বের প্রভাব এই কনফারেন্সে গুরুত্ব পাবে। বেসরকারি খাত বিশেষ করে ব্যবসা বানিজ্যের সম্প্রসারণ, বিনিয়োগ ও পরিবেশ এতে প্রধান্য পাবে।
মঙ্গলবার থেকে শুরু হওয়া কনফারেন্সে বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিক, এনজিও ও সুশিল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, শিল্পী, সাংবাদিক, পেশাজীবিরা এতে অংশ নিচ্ছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button