আগামী বছর আসতে পারে হিজাব ইমোজি

emoji১৫ বছর বয়সী এক সৌদি কিশোরী ‘হিজাব ইমোজি’ তৈরির প্রস্তাব এনেছেন। জার্মানিতে বাসরত রৌফ আলহুমেধি নামের ওই কিশোরী তার প্রস্তাবটি ইউনিকোড কনসোর্টিয়ামে পাঠিয়েছেন। ইউনিকোড কনসোর্টিয়াম একটি অলাভজনক কর্পোরেশন যারা নতুন ইমোজি তৈরির অনুমোদন দিয়ে থাকে। স্কুল-ছাত্রী রৌফের এই প্রস্তাবনাকে সমর্থন জানিয়েছেন অনলাইন কথোপকথন ফোরাম রেড্ডিট এর সহ-প্রতিষ্ঠাতা এলেক্সিস অহানিয়া। রৌফের প্রস্তাবনা অনুমোদন পেলে ২০১৭ সালে পাওয়া যাবে এই নতুন ধরনের ইমোজি। প্রস্তাবনায় রৌফ উল্লেখ করেছেন, ‘প্রায় ৫৫০ মিলিয়ন মুসলিম নারী হিজাব পরে থাকেন। কিন্তু এই ‘বিপুল সংখ্যক মানুষ’-এর জন্য কি-বোর্ডে কোনো একক স্পেস নেই। হোয়াটসঅ্যাপে এক বন্ধুর সাথে চ্যাটের সময় নিজেকে উপস্থাপনের উপযুক্ত ইমোজি না পেয়ে ‘হিজাব ইমোজি’-এর ধারণা মাথায় আসে রৌফের।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button