সাংসদ পদ ​থেকে সরে দাঁড়ালেন ক্যামেরন

David Cameronসাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তার এমপি পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এর ফলে তার ছেড়ে দেওয়া উইটনি অক্সফোর্ডশায়ার আসনে উপনির্বাচন হবে।
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্যের থাকা না থাকার বিষয়ে গত জুন মাসে অনুষ্ঠিত গণভোটের পর ক্যামেরন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ক্যামেরন। তবে সে সময় তিনি বলেছিলেন, আগামী সাধারণ নির্বাচন পর্যন্ত তিনি এমপি হিসেবে থাকবেন।
২০০১ সাল থেকে উইটনি থেকে কনজারভেটিভ পার্টির এমপি হয়ে আসছেন ক্যামেরন। ২০০৫ সালে তিনি দলের প্রধান নির্বাচিত হন। প্রধানমন্ত্রী নির্বাচিত হন ২০১০ সালে। যুক্তরাজ্যের আইটিভির সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে পদত্যাগের কথা জানান ৪৯ বছর বয়সী এই রাজনীতিক। তিনি বলেছেন, নতুন প্রধানমন্ত্রী থেরেসা মের সরকারের ‘আপদ’ হিসেবে থাকতে চান না তিনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button