যুক্তরাষ্ট্রে গ্রীণকার্ড লাভের নতুন সুযোগ

US Visaবিজ্ঞান, কলা, ব্যবসা, টিভি, চলচ্চিত্র,  এবং ক্রীড়াঙ্গনের অসাধারণ প্রতিভাধর বিদেশীদের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ সৃষ্টি হলো। অর্থাৎ এমন ক্যাটাগরির লোকজনকে ‘গ্রীণকার্ড’ প্রদান করা হবে। গত সোমবার কংগ্রেসের নিম্নকক্ষ‘প্রতিনিধি পরিষদে’ পাশ হওয়া ‘এইচ আর-৩৬৩৬’ নম্বরের বিলে এই বিধি তৈরী হয়েছে। এটি ‘ও ভিসা’ নামে পরিচিত হবে। নিউইয়র্কের ডেমক্র্যাটিক পার্টির কংগ্রেসম্যান জেরাল্ড নেডলার এবং ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান পার্টির কংগ্রেসওম্যান মিমি ওয়াল্টার্স  যৌথভাবে এই বিল উত্থাপন করেছিলেন। বছরে কমপক্ষে ১০ হাজার বিদেশীকে প্রদান করা হবে এ ভিসা।
কংগ্রেসম্যান নেডলার এ প্রসঙ্গে বলেন, ‘বিভিন্ন ক্ষেত্রে প্রতিভা সম্পন্নরা আগেও যুক্তরাষ্ট্রে আসতে পারতেন। কিন্তু সে বিধির অপব্যবহারের অবাধ সুযোগ থাকায় প্রকৃত অর্থে যারা তা পাবার যোগ্য, তারা বঞ্চিত হচ্ছিলেন। এ জন্যে সংশোধিত আকারে নয়া এ বিধির প্রয়োজন হয়ে পড়েছিল। ‘ও ভিসা’ তারাই পাবেন যাদের জন্যে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সেক্রেটারির সুপারিশ থাকবে ইমিগ্রেশন এ্যান্ড সিটিজেনশিপ সার্ভিসে। অর্থাৎ বিশেষ প্রতিভাসম্পন্নদের বাছাই প্রক্রিয়া চ’ড়ান্ত করবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট।’ নেডলার উল্লেখ করেন, ‘সংশ্লিষ্ট সেক্টরে বিশেষভাবে প্রতিভাসম্পন্নরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেলে প্রকারান্তরে আমেরিকা লাভবান হবে। একইসাথে আন্তর্জাতিক অঙ্গনেও ঐসব ব্যক্তিরা নিজেদের আরো শক্ত অবস্থানে নিতে সক্ষম হবেন।’ –এনআরবি নিউজ

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button