নিউইয়র্কে মুহাম্মদ আলির নামে সড়ক

Wayকিংবদন্তি মুষ্টিযোদ্ধা মুহাম্মদ আলির নামে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি সড়কের নামকরণ করা হয়েছে। মঙ্গলবার মেডিসন স্কয়ার গার্ডেনের ওয়েস্ট থার্টি থার্ড স্ট্রিটকে অস্থায়ীভাবে ‘মুহাম্মদ আলি ওয়ে’ হিসেবে ঘোষণা দেন নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিয়ো।
‘সর্বকালের সেরা’ খ্যাত ক্রীড়াবিদের প্রতি শ্রদ্ধা জানাতে এ উদ্যোগ নেয়া হয় বলে জানান তিনি।
এটি আলির জন্য নিউইয়র্কের জনগণের শ্রদ্ধার নিদর্শন বলেন ব্লাসিয়ো।
১৯৮১ সালে পেশাদার বক্সিং থেকে অবসর নেওয়ার আগে ৬১টি লড়াইয়ের মধ্যে ৫৬টিতে জেতেন আলি। এর মধ্যে ৩৭টি লড়াইয়ে প্রতিপক্ষকে নকআউট করেছেন তিনি। নিজে একবারও নকডআউট হননি।
মেডিসন স্কয়ারে মোট আটটি লড়াইয়ে অংশ নেন আলি, এর কোনটিতেই হারেননি তিনি। মেয়র সে কথা স্মরণ করে বলেন, আলি এখানে কখনো পরাজিত হননি।
অ্যারিজোনার ফিনিক্সের একটি হাসপাতালে শুক্রবার ৭৪ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন আলি। পরিবারের সদস্যদের উপস্থিতিতেই বিদায় নেন তিনি।
জন্মস্থান কেন্টাকির লুয়াভিলে আলির শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button