স্বর্ণ পাম জিতলেন ব্রিটিশ নির্মাতা কেন লোচ

Kenএক বছরের জন্য পর্দা নামলো আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের মর্যাদপূর্ণ ‘কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র। রোববার মধ্যরাতে ৬৯তম আসরের সমাপ্তি ঘটলো।
এবার বিশ্বের জৌলুসময় কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার পাম ডি’অর বা স্বর্ণ পাম জিতেছেন বিখ্যাত ব্রিটিশ নির্মাতা কেন লোচ। ‌‘আই, ডেনিয়েল ব্ল্যাক’ ছবির জন্য তিনি এ পুরস্কার লাভ করেন।
অবশ্য এবারই প্রথম তিনি এ পুরস্কার লাভ করেননি। এর আগে ২০০৬ সালে ‘দ্য উইন্ড দ্যাট শেকস দ্য বার্লি’র জন্য স্বর্ণ পাম জিতেছিলেন কেন লোচ।
চলতি বছরে বিশ্বের ২১টি সিনেমার মধ্য থেকে ‘আই, ডেনিয়েল ব্ল্যাক’ সেরা ছবির মুকুটটি জিতে নেয়। জুরি বোর্ডের প্রধান জর্জ মিলারই ঘোষণা করেন স্বর্ণ পাম জেতা  ছবিটির নাম।
প্রসঙ্গত, গত ১১ মে থেকে সরগরম ছিল কান চলচ্চিত্র উৎসব। এই চলচ্চিত্র উৎসব। বিশ্বের সেরা সেরা নির্মাতা, অভিনেতা-অভিনেত্রী আর সিনেমাটোগ্রাফাররা তাদের সেরা কাজ নিয়ে হাজির ছিলেন এখানে। রোববার মধ্যরাতে স্বর্ণ পাম ঘোষণার মধ্য দিয়ে ৬৯তম আসরের সমাপ্তি ঘটলো। বাংলাদেশ থেকেও দুইটি সিনেমা কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button