আন্তর্জাতিক রুটে ডানা মেলেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

USআন্তর্জাতিক রুটে ডানা মেলেছে ২০১৫ সালের বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স খেতাব পাওয়া দেশের শীর্ষ বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। এ উপলক্ষে গত রোববার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে এক অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। প্রধান অতিথির বক্তব্যে বিমান ও পর্যটন মন্ত্রী বলেন, বিমান যাত্রা ও পরিবহনের ক্ষেত্রে বেসরকারি উদ্যোগের সাফল্য লক্ষ্য করেছি। আর এ সাফল্যের ক্ষেত্রে ইউএস-বাংলা এয়ারলাইন নিশ্চিতভাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। তিনি বলেন, আমাদের জানা মতে, অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহনে টাইম শিডিউল রক্ষা করতে ইউএস-বাংলা এয়ারলাইন্স ৯৮ শতাংশ সফল। শুধু তাই নয়, অভ্যন্তরীণ রুটে সবচেয়ে বেশি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন। সেই এয়ারলাইন আজ দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক সীমানায় পাখা বিস্তার করেছে। এটা নিঃসন্দেহে আনন্দের এবং অভিনন্দন পাওয়ার যোগ্য এ জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের সব কর্মকর্তা-কর্মচারীকে তিনি অভিনন্দন জানান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button