কুকুরের ভালোবাসায় পরাজিত মানবতা !

Brazilব্রাজিলের কাম্পিনাস শহরে একটি নেড়ি কুকুর নবজাতক এক মানবশিশুকে অলৌকিকভাবে প্রাণে বাঁচিয়েছে। শহরে ওই মহিলা কুকুরটিকে স্বর্গ থেকে নেমে আসা পরী বলা হচ্ছে।
জানা যায়, কুকুরটি খাবারের সন্ধানে একটি ময়লা ফেলানোর ভাগাড়ে ঢোকার কিছুক্ষণ পরে নবজাতক একটি মানবশিশুকে যত্নের সাথে আলতোভাবে মুখ দিয়ে ধরে কয়েক গজ দূরের একটি বাড়ির সামনে নিয়ে যায় এবং সেখানে দাঁড়ানো কিছু মানুষের হাতে সমর্পন করে। কুকুরটি এমনভাবে শিশুটিকে তাদের কাছে সমর্পন করে যেন সে বলছে ‘দয়া করে একে সাহায্য করুন’ এবং দ্রুতই সেখান থেকে চলে যায়।
বাড়ির মালিক তৎক্ষণাত শিশুটিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায় এবং ডাক্তারদের আন্তরিক চেষ্টায় নবজাতকটি প্রাণে বেঁচে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শিশুটি কুকুরটির দ্বারা কোন আঘাত প্রাপ্ত হয়নি এবং বর্তমানে সে সুস্থ আছে।
স্থানীয়রা বিশ্বাসই করতে পারছেন না, কোন মা তার নবজাতককে জীবিত অবস্থায় ময়লার আস্তাকুঁড়ে নিক্ষেপ করতে পারেন।
কর্তৃপক্ষ সেই নিকৃষ্ট মাকে খুঁজে বের করার চেষ্টা করছে।
সেই কুকুরটির মানবতায় সকলেই মুগ্ধ হয়ে ভাবছে, মানবিকতার দিক থেকে একটি কুকুরও মানব সমাজকে ছাড়িয়ে গেল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button