গাড়িতে বসে ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে

Smokingআগামীকাল থেকে ব্রিটেনে নতুন আইন কার্যকর হতে চলেছে। প্রাইভেট গাড়িতে পরিবার নিয়ে যাতায়াতের সময় যে সকল মানুষ ধূমপান করেন তাদের জন্য দুঃখের সংবাদ। গাড়িতে বসে ধূমপানের কারণে শিশুদের শারীরিক সমস্যার সৃষ্টি হচ্ছে। এর জন্য এই নতুন আইন প্রয়োগ করা হবে। কাউকে যদি এরকম অবস্থায় দেখা যায় তাহলে তৎক্ষণাৎ তাকে ৫০ পাউন্ড জরিমানা করা হবে এবং এই জরিমানার পরিমাণ ২৫০০ পাউন্ড পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যদি দোষী ব্যক্তিকে আদালতে নেয়া হয়।
জাতীয় পুলিশ প্রধান কাউন্সিলের একজন মুখপাত্র বলেন, পরিবেশগত স্বাস্থ্য চার্টার্ড ইনস্টিটিউট থেকে আগত আদেশের ভিত্তিতে তাদের বাহিনী কাজ করে যাবেন।
এই আইন করার পূর্বে অনেক মন্ত্রীরা এর বিরোধিতা করেন। এই বিষয় নিয়ে ব্যাপক বিতর্ক করা হয়। মেইল অনলাইনকে স্বাস্থ্য উৎস বিভাগ থেকে জানানো হয় যে, অপরাধীদের সাথে পুলিশ বোঝাপড়া করবে এ বিষয়ে তারা বিরোধিতা করছেন।
নতুন আইনের ভিত্তিতে গাড়িতে যে ধূমপান করছেন তার থেকে অল্পবয়সী বা বেশি বয়সী কেউ থাকলে সে এই জরিমানার শিকার হবে। অর্থাৎ যাত্রীবাহী কোন প্রকার গাড়িতে ধূমপান করা যাবে না। তাহলে গুনতে হতে পারে জরিমানা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button