২৪ নভেম্বরের পর হাতে লেখা পাসপোর্ট ব্যবহারের সুযোগ থাকছে না

Passportচলতি বছরের ২৪ নভেম্বরের পর হাতে লেখা পাসপোর্ট ব্যবহারের আর কোনো সুযোগ থাকছে না। ২৪ নভেম্বরের পর থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ব্যবহার করতে হবে। কারণ আইসিএও-এর নির্দেশনা অনুযায়ী এমআরপি ছাড়া বিদেশ গমন করা যাবে না। পাশাপাশি বিদেশে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের দেশে আসতে সমস্যা হবে। এ কারণে দেশ-বিদেশে অবস্থানরত সব বাংলাদেশীকে মেশিন রিডেবল পাসপোর্ট নেয়ার জন্য বলা হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে আজ বুধবার এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ আহবান জানানো হয়।
সচিবালয়ে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অ্যাসোসিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও) নির্দেশ মতে এমআরপি দেয়ার অগ্রগতি সমস্যাবলী ও আইসিএওর স্ট্যান্ডার্ড বিষয়ক এ আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধূরী, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button