টাওয়ার হ্যামলেটসের মেয়রকে অপসারণের নির্দেশ

Lutfur Rahmanব্রিটেনের একমাত্র বাংলাদেশি বংশোদ্ভুত নির্বার্চিত মেয়র লুৎফর রহমানকে নির্বাচনী জালিয়াতির কারণে দোষী সাব্যস্ত করা হয়েছে। লন্ডনে হাইকোর্টের রায়ে বিচারক তাকে তাৎক্ষিণকভাবে পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস্‌ কাউন্সিলের মেয়রের পদ থেকে সরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন।
গত মে মাসে টাওয়ার হ্যামলেটসে মেয়র নির্বাচনের পর কয়েকজন ভোটার তার বিরুদ্ধে ব্যালট পেপার নিয়ে জালিয়াতি করার মামলা করেন। সেই মামলাতেই বৃহস্পতিবার এই রায় দেয়া হলো।
বিচারক তার রায়ে বলেন, লুৎফর নির্বাচনী প্রচারণায় ধর্মকে অপব্যাবহার করেছেন এবং অন্যায়ভাবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বর্ণবাদী হিসেবে দেখানোর চেষ্টা করেছেন।
বৃহস্পতিবারের রায়ে পরবর্তী নির্বাচনে লুৎফর রহমানের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। লুৎফরকে তার পদ থেকে অবিলম্বে সরে দাঁড়ানোর নির্দেশ দেয়া হয়েছে।
লুৎফর তার বিরুদ্ধে অনিয়মের সবরকম অভিযোগ অস্বীকার করে আসছিলেন। আদালত তাকে মামলার খরচ বাবদ ২৫০,০০০ পাউন্ড দেয়ারও নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button