চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রিন্স উইলিয়ামের সাক্ষাৎ

prince williamব্রিটেনের যুবরাজ উইলিয়াম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। চীনের কেন্দ্রস্থলের নিষিদ্ধ শহর পরিদর্শনের আগে তিনি এ সাক্ষাৎ করেন। ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে থাকা যুবরাজ উইলিয়ামকে শি উষ্ণ অভিনন্দন জানান। ১৯৮৬ সালে রানী দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপের পর রাজ পরিবারের কোন সদস্যের চীনে এটি হচ্ছে উচ্চ পর্যায়ের সফর।
এ সফরের প্রথমদিন উইলিয়াম চীনের নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। হংকংয়ে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে লন্ডন ও বেইজিংয়ের মধ্যে কূটনৈতিক মতপার্থক্য দেখা দেয়।
এ মতপার্থক্য দূরে রেখে শি ৩২ বছর বয়সী যুবরাজকে আন্তরিক অভিনন্দন জানান। উল্লেখ্য, যুবরাজ দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
‘শি বলেন’, ব্রিটিশ রাজপরিবার শুধুমাত্র তাদের দেশেই নয় বিশ্বব্যাপী এ পরিবারের অনেক প্রভাব রয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button