ফ্রান্সে মুসলিমবিরোধী হামলা বেড়েছে ব্যাপকহারে

Franceচলতি মাসের শুরুতে প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে ফ্রান্সে মুসলমান বিরোধী ঘটনা ব্যাপক হারে বেড়েছে। গত দুই সপ্তাহে এ জাতীয় ১২৪টি ঘটনা রেকর্ড করা হয়েছে। বৃদ্ধির হার ১১০ শতাংশ। যা আগের তুলনায় দ্বিগুণের বেশি। ২০১৪-তে বছরব্যাপী যতগুলো মুসলিমবিরোধী ঘটনা ঘটেছে গত দু’সপ্তাহে প্রায় ততগুলোই ঘটেছে। এ তথ্য দিয়েছে ‘ফ্রান্সের ন্যাশনাল অবজারভেটরি অ্যাগেইনস্ট ইসলামোফোবিয়া’। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের ৭ থেকে ৯ তারিখ পর্যন্ত সহিংসতায় প্যারিসে ১৭ জন এবং ৩ উগ্রবাদী নিহত হয়। ওই ঘটনার পর ফরাসি মসজিদগুলোতে ৩৩ দফা হামলা এবং ৯৯ দফা হুমকির ঘটনা ঘটেছে। ২০১৪-তে এ জাতীয় ঘটনা ঘটেছিল ১৩৩টি। সংস্থাটি আরো জানায়, এ জাতীয় ঘটনার সঠিক হিসেবে পাওয়া সম্ভব নয় কারণ ফরাসি মুসলমানরা এসব তৎপরতার বিষয়ে অনেক সময়ই অভিযোগ জানান না। অন্যদিকে রাজধানী প্যারিস ও তার আশেপাশের এলাকায় মুসলমান বিরোধী যেসব তৎপরতা চলেছে তা এ হিসাবের মধ্যে ধরা হয়নি। পুলিশ এ সংক্রান্ত হিসাব এখনো প্রকাশ না করায় এসব তথ্য দেয়া যায়নি বলে জানিয়েছে ‘ফ্রান্সের ন্যাশনাল অবজারভেটরি অ্যাগেইনস্ট ইসলামোফোবিয়া’।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button