জমিয়তে উলামা ইউকের সেমিনারে বক্তারা : হাজার হাজার আলেমদের আত্ম ত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন

Jomiatজমিয়তে উলামা ইউকের সভায় নেতৃবৃন্দ বলেছেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে আলেম উলামা নেতৃত্ব দিয়েছিলেন। আলেমদের নেতৃত্বে ভারত স্বাধীন হয়েছে। প্রায় ২০০ বৎসরের গোলামী থেকে ভারতবাসীকে স্বাধীন করতে হাজার হাজার আলেম নিজের জীবন কে উৎসর্গ করেছেন, তাদের আত্ম ত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন, শাহ আবদুল আজীজ, মাওলানা কাসেম নানুতবী, জমিয়ত নেতা শায়খুল হিন্দু মাহমুদুল হাছান, হুসাইন আহমদ মাদানী (রহ:) প্রমুখ উলামা ছিলেন স্বাধীনতা আন্দোলনের অগ্রসেনানী।
জমিয়তে উলামা ইউকের নেতৃবৃন্দ বলেন, পাকিস্তান প্রতিষ্ঠায় উলামায়ে কেরাম অগ্রণী ভূমিকা পালন করেন। জমিয়ত নেতা মাওলানা শাব্বির আহমদ উছমানী (রহ:) পশ্চিম পাকিস্তানে ও জমিয়ত নেতা মাওলানা জাফর আহমদ উছমানী (রহ:) পূর্ব পাকিস্তানে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন।
বক্তারা বলেন, ১৯৭০ সালে পাকিস্তানী জালেম শাষকদের জুলুম ও অন্যায়ভাবে ক্ষমতা দখলের স্বপ্নকে বাংলার আপামর জনসাধারণ রুখে দেয়। স্বাধীনতার প্রতীক আলেম সমাজ এর ভূমিকা ছিল পাকিস্তানী জালেমদের বিরুদ্ধে।
জমিয়তে উলামা ইউকের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে আলেমদের অবদান শীর্ষক সেমিনার গত ৩০ ডিসেম্বর পূর্ব লন্ডনে একটি সেমিনার হলে অনুষ্ঠিত হয়। জমিয়তে উলামা ইউকের ভারপ্রাপ্ত সভাপতি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শুয়াইব আহমদের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী মাওলানা সৈয়দ তামিম আহমদের এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জমিয়তে উলামা ইউকের উপদেষ্ঠা আলহাজ্ব শামসুজ্জামান চৌধুরী,  জমিয়তে উলামা ইউকের ট্রেজারার হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, জমিয়তে উলামা ইউকের সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, মাসিক আল আহরার পত্রিকার নির্বাহী সম্পাদক মাওলানা মালমান আহমদ, জমিয়তে উলামা ইউকের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, অফিস সম্পাদক মাওলানা ফখরুদ্দিন, ইউকে জমিয়ত নেতা আবু তাহের চৌধুরী, জুবায়ের আহমদ চৌধুরী প্রমুখ।
জমিয়ত নেতৃবৃন্দ বলেন, সমাজের সর্বস্তর দুর্নীতিতে সয়লাব। এমন কোন ক্ষেত্র নেই যেখানে দুর্নীতি নেই। বর্তমান ফ্যাসীবাদী সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ। বর্তমান সরকার নৈতিকভাবে অবৈধ। তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। গত ৫ জানুয়ারী প্রহসনের মাধ্যমে ক্ষমতা দখল করে ফাসীবাদী সরকার দেশে এক দু:সহ অবস্থার সৃষ্টি করেছে। এ অবস্থা বেশী দিন চলতে পারে না। অচিরেই আওয়ামী দু:শাসনের অবসান ঘটবে। আজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন, দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আলেম সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button