প্রশ্ন ফাঁসের দায় নিতে সমস্যা কোথায়, প্রশ্ন সুরঞ্জিতের

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়কে দোষ স্বীকার করে তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, যেহেতু প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, অতএব স্বীকার করলে দোষটা কোথায় ? সমস্যা স্বীকার করেই সমাধান করতে হবে বলে তিনি শিক্ষা মন্ত্রণালয়কে আহবান জানান।
শুক্রবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত এসব কথা বলেন।
সুরঞ্জিত বলেন, জনগণ জানার পর শিক্ষা মন্ত্রণালয় জানতে পারে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তারপর মন্ত্রণালয় থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয় প্রশ্ন ফাঁস হয়নি, কিন্তু পরে দেখা যায় আসলেই প্রশ্ন ফাঁস হয়েছে। তাই আগে দোষ স্বীকার করে সমস্যার সমাধান করতে হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button