লন্ডন ইসলামিক স্কুল ও এশাআতুল ইসলামের বার্ষিক জলসা

Esha Atul Uloomলন্ডন ইসলামিক স্কুল ও এশাআতুল ইসলামের উদ্যোগে দুই দিনব্যাপি খতমে বুখারি ও বার্ষিক জলসার আয়োজন করা হয়েছে। ২৭ আক্টোবর পূর্ব লন্ডনে প্রতিষ্ঠানের নিজস্ব ভবনে মোহাম্মদ আলীর পরিচালনায় ও সংগঠনের সেক্রেটারি মাওলানা শামসুল হকের তত্ত্বাবধানে এবং মাদ্রাসার প্রিন্সিপাল সভাপতিত্বে সমাপ্ত হয় এ আয়োজন।
জলসায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবীগঞ্জি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শয়খুল হাদিস হযরত মাওলানা আবদুর রাহিম লিমবাটা ও হযরত মুফতি আবুদুর রহমান মনোহরপুরী।
অনুষ্ঠানে ছয়জন ছাত্রকে কোরআনে হাফিজ ও পাঁচজন ছাত্রকে বোখারী দওরায় হাদিসে অধ্যায়ন সম্পন্ন করায় সনদ প্রদান ও পাগড়ি পরিয়ে দেওয়া হয়।
এছাড়া মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের এওয়ার্ড প্রদান করেন আগত ওলামাগণ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের মসজিদের নতুন জায়গায় চারতলা ভবন নির্মাণ এবং বর্তমান ভবনের উপরে আরো একতলা বর্ধিতকরণের জন্য ছয় মিলিয়ন পাউন্ডের বাজেট পেশ করা হয়।
আগামী ছয় মাসের মধ্যে নির্মাণ কাজ আরম্ভ করার পরিকল্পনা করা হয় বলে জানান কর্তৃপক্ষ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button