লন্ডনে মতবিনিময় সভায় শফিকুর রহমান চৌধুরী : ডিসেম্বরে চালু হতে যাচ্ছে সিলেট-লন্ডন ফ্লাইট

Shofiq Chyআগামী ডিসেম্বরের মধ্যে সিলেট থেকেই সরাসরি ফ্লাইটে লন্ডন পৌঁছা যাবে। এমন তথ্য দিয়েছেন লন্ডন সফররত সাবেক এমপি সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। সম্প্রতি এক মতবিনিময় সভায় তিনি জানান, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রিফুয়েলিং-এর ব্যবস্থা সম্পন্ন  হওয়ায় তখন আর ঢাকায় গিয়ে বিমানের রিফুয়েলিং করা লাগবে না। বিমান সরাসরি সিলেট থেকে লন্ডনে আসতে পারবে। বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগরের সাবেক এমপি শফিক চৌধুরী বলেন, ইনশাআল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যেই সিলেট থেকে লন্ডনে সরাসরি ফ্লাইট চালু হবে।  গত সোমবার ১৩ অক্টোবর পূর্ব লন্ডনের দিলচাঁদ রেস্টুরেন্টে আয়োজিত এ মতবিনিময় সভায় শফিক চৌধুরী বলেন, প্রবাসীদের দুঃখ কষ্ট লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কাজ করছে। ৯৬ এ আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখন লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট চালু ছিলো। ২০০১ সালে যখন বিএনপি জোট ক্ষমতায় আসে তখন লন্ডন ফ্লাইট বন্ধ করে দেয়া হয়। বর্তমান সরকারের আমলে লন্ডন-সিলেট ফ্লাইট আবার চালু হয়েছে।
শফিক চৌধুরী আরোও বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের সাথে আছে। কারণ আওয়ামী লীগ বাংলার মানুষের সুখ-দুঃখের অংশীদার। বাংলাদেশে প্রবাসীদের নানা অবদানের কথা তুলে ধরে শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রবাসীদের সমস্যাগুলো দেখার জন্য বর্তমান সরকার দেশে প্রবাসী সেল গঠন করেছে। সেখান থেকে প্রবাসীরা তাদের সমস্যা সমাধান করতে পারছেন। সরকার প্রবাসীদের ব্যাপারে আন্তরিক।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার আবদুল মুকিত চুনু এমবিইর সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন লন্ডন সফররত বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবি খিজির আহমদ, ব্রিকলেইন মসজিদ পরিচালনা কমিটির চেয়ারম্যান আতাউর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সহ সভাপতি শাহ আজিজুর রহমান, সহ সভাপতি হরমুজ আলি, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া, জনসংযোগ বিসয়ক সম্পাদক রবিন পাল, ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক এমএ করিম, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ নেতা পংকি খান, সিলেট সিটি কর্পোরেশনের কমিশনার, নিউহাম আওয়ামী লীগে সভাপতি মোবারক আলি, লন্ডন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনহার মিয়া, ময়নুল হক, যুগ্ম সম্পাদক সৈয়দ সাদেক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক জিলু, মানবাধিকার বিষয়ক সম্পাদক শায়েক আহমদ, যুবলীগের শামীম আহমদ, মন্তর আলি রাজু, আশরাফুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, এম এ আলি, হিথরো আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহীন আহমদ, সাসেক্স আওয়ামী লীগের সহ সভাপতি ফরিদ আলি, যুগ্ম সম্পাদক আলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক সানাওর আলি, যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতি সারওয়ার কবির, যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম ইমন, ফখরুল ইসলাম জামাল, ইমদাদুর রহমান বুলবুল, ফরহাদ আহমদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button