সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার মক্কার জাবালে নূর এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আরও দুই বাংলাদেশি গুরুতর আহত ও দুই সৌদি নাগরিক নিহত হয়েছেন।
হতাহত বাংলাদেশিদের বাড়ি কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়। নিহতরা হলেন- কক্সবাজারের জালালাবাদের মোহনভিলা এলাকার মো. আলম, গাড়ির চালক পোকখালীর মো. আইয়ুব ও ইসলামাবাদের চরপাড়া এলাকার ফরিদুল আলম। অন্য দুইজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
আহত দুইজন হলেন- নাইক্ষ্যংদিয়া বাহারছরা এলাকার ফজল করিমের ছেলে মো.  ইসলাম এবং নুরুল আজিমের ছেলে মো. জয়নাল।
প্রবাসী কল্যাণ সচিব ড. খন্দকার শওকত হোসাইন পাঁচ বাংলাদেশির মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি ও দুই সৌদি নাগরিক নিহত হয়েছেন। নিহত তিন বাংলাদেশির পরিচয় নিশ্চিত করা গেছে।  আরও দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তাদের মক্কার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রবাসী কল্যাণ সচিব জানান, সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ দূতাবাসের ফাস্ট সেক্রেটারি ঘটনাস্থলে পৌঁছেছেন। হতাহতের সরকারের তরফ থেকে সহায়তা করা হবে। বাংলাদেশিদের মরদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরিয়ে আনা হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button