ব্যাভিচার কমাতে বিয়ের বয়স ১৫ করার দাবি

বাংলাদেশ খেলাফত আন্দোলনের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরীর আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী বিয়ের বয়স কমিয়ে ১৫ বছর করার দাবি জানিয়েছেন।
তিনি বলেন, ‘বিয়ের বয়স ১৫ বছর নির্ধারণ করা হলে দেশে পারিবারিক ও সামাজিক বিশৃঙ্খলা কমে যাবে। অপহরণ, ধষর্ণ, ব্যাভিচার, পাপাচার, নির্যাতন ও আত্মহত্যা হ্রাস পাবে, পরিবার ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হবে।
বাল্যবিবাহ বন্ধে আইনের খসড়া প্রসঙ্গে এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।
মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, ‘নারীদের ক্ষেত্রে ১৮ বছরের কম এবং পুরুষদের ক্ষেত্রে ২১ বছরের কম হলে নাবালক বলা ইসলামী শরীয়াহ সম্মত নয়। ছেলে-মেয়েদের প্রাপ্ত বয়স্ক হওয়ার শারীরিক কোনো লক্ষণ না পাওয়া গেলে ১৫ বছর বয়স হলেই ইসলাম বালেগ বলে গণ্য করেছে। নাবালেগের নামে মেয়ের বয়স ১৮ ও ছেলের বয়স ২১ এর আগে আইন করে বিয়ে বন্ধ করা ইসলাম সমর্থন করে না। এটা পাশ্চাত্যের অন্ধ অনুসরণ।’
মাওলানা হামিদী বলেন, ‘বর্তমানে অনেক মেয়েরা ১৪ থেকে ১৫ বছর এবং ছেলেরা ১৭ থেকে ১৮ বছর বয়সেই বিয়ের জন্য অস্থির হয়ে উঠে। ইসলামী শিক্ষার ব্যাপক প্রচলন না থাকার কারণে কখনো কখনো প্রেমে পরে আত্মহত্যা করে এবং জীবন চরিত্র নষ্ট করে। এমতাবস্তায় সন্তানের কল্যাণ ও উন্নতিকল্পে তার সবচেয়ে বেশি কল্যাণকামী পিতামাতা অভিভাবক বাধ্য হয়ে সন্তানের বিয়ের ব্যবস্থা করলে অভিভাবককে জেল-জরিমানা করা কতটুকু যুক্তিসঙ্গত তা সরকারকে ভেবে দেখা উচিৎ।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button