৫০ দিনের যুদ্ধে নিহত ২,১৬৫/৭০

মিসরের মধ্যস্থতায় হামাস ও ইসরাইল গাজায় দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। গতকাল আনুষ্ঠানিকভাবে উভয়পক্ষই এ ব্যাপারে একমত হয়েছে। তবে এখনও পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ জানান হয়নি।
মিডল ইস্ট আই পত্রিকায় দেয়া অর্ধশত দিনের এ যুদ্ধে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির চিত্র এখানে তুলে ধরা হলো-
গাজা
আড়াই মাসব্যাপী যুদ্ধে ইসরাইলি হামলায় পশ্চিম তীর ও গাজায় প্রাণ হারিয়েছেন দুই হাজার ১৬৫ জন। এদের মধ্যে প্রায় পাঁচশ’ শিশু। নিহতদের মধ্যে এক হাজার ৬৪০ জন বেসামরিক নাগরিক বলা হলেও- এ সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি।  একই পরিবারের সব সদস্য নিহত হয়েছেন- এমন পরিবারের সংখ্যা ৮৯টি। গৃহহীন হয়েছেন চার লাখ ৭৫ হাজার মানুষ।
ইসরাইলি হামলায় ৭০টি মসজিদ গুড়িয়ে গেছে।
গাজা ইরাইলে রকেট হামলা চালায় চার হাজার ৫৬২টি। এর মধ্যে সাতশ’ ৩৫টি আয়রণ ড্রোম ভূপাতিত করেছে ইসরাইল।
ইসরাইল গাজার পাঁচ হাজার ২৬২টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
ইসরাইল
যুদ্ধে ইসরাইলে মৃতের সংখ্যা ৭০।  তাদের মধ্যে চারজন ছাড়া সবাই সৈন্য। পুরো পরিবারসহ নিহত হননি কেউ। দুটি ধর্মীয় উপাসনালয় ক্ষতিগ্রস্থ হয়েছে। উল্লেখ্য, গত ৮ জুলাই হামলা শুরু করেছিল ইসরাইল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button