অবিলম্বে গাজায় হামলা বন্ধে জাতিসংঘকে কার্যকর ভূমিকা পালন করতে হবে : আলহাজ্ব আতাউর রহমান

Kelafatবাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য কর্তৃক কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গাজায় নারী শিশু সহ মুসলমানদের উপর ইসরাইলী গণহত্যা, সমাজ কল্যাণ মন্ত্রীর পদত্যাগ, বাকশালী সম্প্রচার নীতিমালা বাতিলের দাবীতে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা গত ২২ আগস্ট যুক্তরাজ্যস্থ কার্যালয় খিদমাহ একাডেমিতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মুফতি সালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার বায়তুল মাল সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা শরীফ আহমদ, লন্ডন মহানগরীর সভাপতি মাওলানা শাহনূর মিয়া, সহ সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সহ সভাপতি আলহাজ্ব মুস্তাফিজুর রহমান, টাওয়ার হ্যামলেটস শাখার সহ সভাপতি মাওলানা মুহি উদ্দিন খান, বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ খেলাফত মজলিস নেতা হাফিজ মাওলানা মামুন আহমদ, হাফিজ মাওলানা জুবায়ের আহমদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব আতাউর রহমান বলেন, গাজায় নিরাপরাধ নারী শিশুসহ মুসলমানদের গণ হত্যা করে বিশ্ব মানওবতার শুত্রু সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল চরমভাবে মানবাধিকার লঙ্গন করেছে। অসহায় নারী শিশুদের হত্যা করে যুদ্ধ অপরাধ করছে, অথচ জাতিসংঘ ও আই সি, আরব লীগ রহস্য জনকভাবে নীরবতা পালন করছে। আমেরিকা, বৃটেন সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে। আজ সময় এসছে বিশ্ব মুসলমান সহ বিশ্ব মানবতাবাদী সকলকে ঐক্যবদ্ধভাবে মানবতার শত্রু সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বক্তারা ইসরাইলী পণ্য বর্জনের মাধ্যমে অর্থনৈতিকভাবে ইসরাইলকে ধ্বংস করে দিতে হবে। সভায় সমাজ কল্যাণ মন্ত্রীর লাগামহীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন সরকারের এক জন গুরুত্বপূর্ণ মন্ত্রী মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বিদ্ধেষপূর্ণ বক্তব্য দিয়ে, পতিতাদের পক্ষ নিয়ে আলেম উলামাদের বিরুদ্ধে কুটুক্তি করল এবং জাতির বিবেক সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে নিজেকে জাতির সামনে পাগল হিসাবে উপস্থাপন করল। অথচ সরকার এ কান্ড জ্ঞান হীন, পাগল মন্ত্রীকে এখনও বহিস্কার করে নাই। অবিলম্বে এ ভারসাম্যহীন অজ্ঞ মন্ত্রীকে তার পদ থেকে বরখাস্ত করে, ভিন্ন মত প্রকাশ ও প্রচারের পথ রুদ্ধ করতে সম্প্রতি যে অবৈধ নীতিমালার নকশা তৈরী করেছে। তবে সরকার কে মনে রাখতে হবে কোন নীতি বা আইন দিয়ে অবৈধভাবে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। অবিলম্বে এ বাকশালী সম্প্রচার নীতি মালা বাতিল করতে হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button