বিএনপির আয় কমেছে, ব্যয় বেড়েছে

সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে আয় কমেছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির। গত অর্থবছরে তুলনায় আয় কমেছে প্রায় কোটি টাকার উপরে। আর ব্যয় বেড়েছে আগের তুলনায় প্রায় ৩ গুণ। ঘাটতি রয়েছে দেড় কোটি টাকারও বেশি। এমনই তথ্য উঠে এসেছে দলটির দেয়া বার্ষিক আর্থিক প্রতিবেদনে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনে নিজেদের বার্ষিক আর্থিক আয়-ব্যয়ের হিসাব জমা দেয় দলটি।
বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসি সচিব সিরাজুল ইসলামের কাছে এই প্রতিবেদন জমা দেন।
প্রতিবেদনে দেখা গেছে, ২০১৩-১৪ অর্থবছরে দলটি আয় করেছে মাত্র ৭৫ লাখ ৫ হাজার ৭৬২ টাকা। যেখানে ২০১২-১৩ অর্থবছরে আয় করেছিল এক কোটি ৭৯ লাখ ১২ হাজার ২৩১ টাকা। তবে আয় কমলেও ব্যয় থেমে নেই বিএনপির। গত অর্থবছরের তুলনায় দলটির ব্যয় বেড়েছে প্রায় ৩ গুণ।
এ বছর বিএনপির ব্যয় দেখানো হয়েছে ২ কোটি ২৭ লাখ ৩৬২ টাকা। সে হিসাবে এ বছর দলটির ঘাটতি রয়েছে ১ কোটি ৫১ লাখ ৫৬৪ টাকা।
অন্যদিকে গত বছর বিএনপি ব্যয় করেছিল ২ কোটি ২৬ লাখ ৯৩ হাজার ১৪৩ টাকা। আয়ের তুলনায় গতবার ঘাটতি ছিল ৪৭ লাখ ৮১ হাজার টাকা।
২০১৩-১৪ অর্থবছরে বিএনপি আয় দেখিয়েছে ৭৫ লাখ ৫ হাজার ৭৬২ টাকা। আয়ের প্রধান উৎস হিসেবে নেতাকর্মীদের চাঁদার কথা উল্লেখ করা হয়েছে।
একই সময়ে ব্যয় দেখানো হয়েছে ২ কোটি ২৭ লাখ ৩৬২ টাকা। দলটি বিভিন্ন সভা-সমাবেশ, লিফলেট, স্টাফদের বেতন, জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকীতে ব্যয়ের খাত হিসেবে উল্লেখ করেছে।
আয়-ব্যয় জমা শেষে বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ সাংবাদিকদের বলেন, ২০১৩-১৪ অর্থবছরে বিএনপির মোট আয় ৭৫ লাখ ৫ হাজার ৭৬২ টাকা, মোট ব্যয় ২ কোটি ২৭ লাখ ৩৬২ টাকা। ফলে আমাদের ঘাটতি রয়েছে ১ কোটি ৫১ লাখ ৫৬৪ টাকা।
তিনি বলেন, দলের নেতাকর্মীদের চাঁদাই আমাদের আয়ের প্রধান উৎস। এ ছাড়া সভা-সমাবেশ ও দলের নানা কর্মসূচিতে আমরা এ টাকা ব্যয় করেছি।
এ সময় রিজভীর সঙ্গে ইসি সচিবালয়ে উপস্থিত ছিলেন বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, নির্বাচন কমিশননের নির্দেশনা অনুযায়ী রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব জমা দেয়ার শেষ তারিখ ছিল ৩১ জুলাই। কিন্তু বিএনপি সময় চেয়েছিল ১৪ আগস্ট পর্যন্ত। তাই আজ বৃহস্পতিবার দলের আয়-ব্যয়ের বিবরণী তথ্য জমা দেয়া হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button