ব্রাজিলের শোচনীয় হারে সতর্ক সাবেলা

জার্মানির বিরুদ্ধে ব্রাজিলের বিপর্যয় ৷ চোখের সামনে যখন বিরাট দুর্ঘটনা ঘটে যায়, তখন সতর্ক হয় সবাই ৷ নেদারল্যান্ডসের মুখোমুখি হওয়ার  কয়েক ঘণ্টা আগে সতর্ক অর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলা ৷ তবে প্রথম সেমিফাইনালের ম্যাচের ফল অপ্রত্যাশিত মনে হলেও একে ফুটবলের ‘চিরায়ত সৌন্দর্য’ বলতে ভোলেননি আর্জেন্টিনার কোচ। সাবেলা বলেছেন,  ‘প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের কিছু অংশ দেখেছি আমি ৷ বিশ্ব ফুটবলে দুই বৃহৎ শক্তির  ম্যাচের ফল ৭-১ কোনো স্বাভাবিক ঘটনা নয়। কালেভদ্রেই এমনটা ঘটতে পারে। এটাই ফুটবল। ফুটবলে এ ধরনের অভাবনীয় ঘটনা ঘটে থাকে, যা মেনে নেয়া আসলেই কঠিন। এটিই খেলার চিরায়ত সৌন্দর্য।’
ব্রাজিল ম্যাচ দেখার পরে নেদারল্যান্ডস ম্যাচ নিয়ে আলোচনাও করেছেন লিও মেসিদের সঙ্গে ৷ আর্জেন্টিনা  কোচ বললেন, ‘খেলোয়াড়দের ভাবনায় ব্রাজিল-জার্মানি ম্যাচটি ছিল। ওরা পুরো ম্যাচ দেখেছে। প্রথমার্ধে হোটেলে, দ্বিতীয়ার্ধে অনুশীলনে এসে ম্যাচ দেখেছি ৷ হালকা অনুশীলনের পর বুধবার আমাদের কী করণীয়- তা নিয়েও  অনেকক্ষণ আলোচনা করেছি।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button